33 C
Dhaka
Sunday, May 28, 2023

বগুড়ার শেরপুরে কোচ-ট্রাক সংঘর্ষে নিহত ৬ আহত ১১

সেলিম রেজা, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী কোচ ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ ৬জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১১ জন।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৫ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৫ টার দিকে বগুড়াগামী যাত্রীবাহী কোচ ও ঢাকামুখী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানান।বগুড়ার শেরপুরে কোচ-ট্রাক সংঘর্ষে নিহত ৬ আহত ১১

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এসআর ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী কোচ (ঢাকা মেট্রো ব-১৪-৬০৯৯) উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩-০০৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোচের চালক-হেলপার ও ট্রাকের চালকসহ মোট ছয়জন নিহত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বগুড়া ও শেরপুরের দুই ইউনিট প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে আটকে পড়া আরো ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। শেরপুর পুলিশ ফাঁড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনাম হোসেন জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বাস এবং ট্রাকটি আমাদের হস্তান্তর নিই এবং দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যাতায়াতের ব্যবস্থা করে দেয় এস আর গাড়ির ড্রাইভার ও হেলপার দুজনই মারা যান । পাথর বোঝাই ট্রাকের ড্রাইভার মারা যান। এস আর গাড়ির ড্রাইভার এর নাম শ্রী বাঘা গোঁসাই পাড়া শেরপুর বগুড়া হেলপারের নাম মোঃ ইদ্রিস আলী।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো