বগুড়ায় ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। মূলত বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে পেট্রোবাংলার জিটিসিএল এর মেরামত কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার দুপুরে এ তথ্য পুণ্ড্রকথাকে নিশ্চিত করেছেন পেট্রোবাংলার বগুড়া সেলস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী দেবদীপ বড়ুয়া।
তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গ্যাস লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিন রাত ১০ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য আবাসিক, বাণিজ্যিক কলকারখানা এবং সিএনজি স্টেশন গুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঈদের সময় এই সিদ্ধান্তে জনদুর্ভোগ বাড়বে এমন প্রশ্নের জবাবে পেট্রোবাংলার এ কর্মকর্তা জানান, ঈদের সময় সবক্ষেত্রে চাপ কম থাকবে। তাছাড়া অন্যান্য দিনে সবক্ষেত্রে কাজের চাপ এবং সড়কেও যানবাহন বেশি চলাচল করে। সব কিছু ভেবেই ঈদের দিন থেকে পরবর্তী ৪৮ ঘন্টা সময় বেছে নেয়া হয়েছে।
উল্লেখ্য, বগুড়ায় আবাসিক ও বাণিজ্যিক মিলে পিজিসিএলের অন্তত ৩০ হাজার গ্রাহক রয়েছেন।