বগুড়ায় দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)। সোমবার সকাল পৌণে ১০টার দিকে চারমাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ওসি সাইহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চারমাথা এলাকা থেকে দশ কেজি গাঁজাসহ জহুরুল ও নিপিল গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার মাইনুল হকের ছেলে জহুরুল ইসলাম(২৬)দিনাজপুর জেলার কোতয়ালী উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত শ্যামল রায়ের ছেলে নিপিল রায়(৩০) বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।