বগুড়ায় ২৪৬ বোতল ফেন্সিডিলসহ আব্দুল কাইয়ুম ওরফে কালুকে(৩৩) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোকুল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালু চাঁপাইনবাবগঞ্জ জেলার বিনোদপুর এলাকার আতাউর রহমানের ছেলে।
র্যাব-১২ বগুড়া স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার গোকুল এলাকায় ঢাকাগামী পিকআপ থেকে ( (ঢাকা মেট্রো-ন-২০-৯৭২৫) কালুকে ২৪৬ বোতল ফেন্সিডিল এবং মোবাইলসহ গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে