23 C
Dhaka
Wednesday, March 22, 2023

বগুড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

বগুড়ায় পিকনিকের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে বগুড়ায় আতোয়ার হোসেন(৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জের বিহার ইউনিয়নের নাটমরিচা গ্রামে এ ঘটনা ঘটে। পেশায় নির্মাণ শ্রমিক আতোয়ার হোসেন ঐ গ্রামের বুলু প্রামানিকের ছেলে।

জানা গেছে, নাটমরিচা গ্রামে পিকনিকে যাওয়ার জন্য দুই গ্রুপ ব্যানার টাঙায়। শুক্রবার দুপুরে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে আতোয়ারের সাথে অন্য আরেক পক্ষের কথা কাটাকাটি হয়। সেই রেশ ধরে রাত সাড়ে ৮টার দিকে আতায়োরের বাড়িতে তারা হামলা করে। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে তারা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে আতোয়ার সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, পিকনিকের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আতোয়ার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার লাশ সুরতহাল করা হয়েছে। শনিবার সকালে লাশ ময়নাতদন্ত করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো