বগুড়ায় আড়াই হাজার পিস ইয়াবাসহ আজাদুল ইসলাম(৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদুল নওগাঁর ধামুরহাটের চৌঘাট এলাকার আমজেদ আলীর ছেলে।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জলেশ্বরীতলা (পৌরসভা) আলতাফুন্নেসা খেলার মাঠের পাশ থেকে আজাদুলকে আড়াই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।