বগুড়ায় ২৭৫ বোতল ফেন্সিডিলসহ আরমান আলী(২৬) নামে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোর সোয়া ৫ টার দিকে শিবগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বগুড়া জেলার কাহালু উপজেলার শিতলাই গ্রামের কাবেজ উদ্দিনের ছেলে। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত (বগুড়া ট ১১-০৯১৯) ট্রাক জব্দ করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, লালমনিরহাট থেকে বগুড়ায় ফেন্সিডিল আসছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে চন্ডিহারা বগুড়া-রংপুর মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় অভিযানে ট্রাক থেকে ২৭৫ বোতল ফেন্সিডিলসহ আরমানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।