বগুড়ায় ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত ১২টার দিকে শেরপুরের সীমাবাড়ী বগুড়া বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে কারিমুল ইসলাম(৩৮) এবং ময়মনসিংহের ফুলপুরের বাড়ীপাকু এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে মো: রাসেল(২২)। এসময় তাদের মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া শেরপুরের সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ড বগুড়া-ঢাকা মহাসড়কের উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ রাসেল ও কারিমুলকে গ্রেফতার করা হয়। এসময় এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন, নগদ- ৩ হাজার ৪৩৯টাকা এবং একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৬৪) জব্দ করা হয়।
র্যাব-১২ মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
তিনি আরও জানান , গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।