18 C
Dhaka
Thursday, February 2, 2023

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

সংবাদদাতা: মোঃ শিহাব খানঃ-কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাত খামাইর বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল ৬ই ডিসেম্বর রোজ রবিবার বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় শ্রীপুর উপজেলা ছাত্রলীগনেতা মাহাবুব হাসান নেতৃত্বে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ আজকের বিক্ষোভ মিছিল ও সবাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল বিকালে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের কর্মীরা গাজীপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী,মাহবুব হাসানের এর নেতৃত্বে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করেন। সাতখামাইর বাজারে
বিভিন্ন স্থান পদক্ষিণ শেষে সাতখামাইর বাজারে সমাবেশ করেন।

সমাবেশে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মাহবুব হাসান বলেন, নৈরাজ্যর সৃষ্টিকারীদেও ছাড় দেওয়া হবে। যে কোন মূল্যে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বাংলার মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে বাধাদানকারীদের এ বাংলার মাটিতে ঠাই হবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন প্রান্ত ও ইউনিয়ন থেকে আশা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো