শিক্ষা, শান্তি ও আদর্শের পতাকাবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ মোহনপুর উপজেলা শাখার অন্তর্গত ০১ নং ধুরইল ইউনিয়ন শাখার ০৬ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দিয়েছে উপজেলা কমিটি।
আজ শুক্রবার বিকালে, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, মোহনপুর উপজেলা সভাপতি মোঃ আল রোমন রনি ও সাধারন সম্পাদক মোঃ আনাস মোল্লা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত এই কমিটিতে মোঃ সাগরকে সভাপতি ও মোঃ ফারুক হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে এবং আগামী ০৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা মোহনপুর উপজেলা সংসদের নিকট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নবগঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন, মোঃ রায়হান হোসেন (সহ-সভাপতি), মোঃ মেহেদী হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ রনি হোসেন (সাংগঠনিক সম্পাদক) ও মোঃ সাহারিয়ার আলম (দপ্তর সম্পাদক)।



