শিক্ষা, শান্তি ও আদর্শের পতাকাবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো আনাস মোল্লা।
গতকাল ০৭ তারিখ (শুক্রবার) বঙ্গবন্ধ ছাত্র পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি মো সানোয়ার হোসেন শিমুল (ডন) এবং সাধারণ সম্পাদক মো পারভেজ সাক্ষরিত এক বিঙ্গপ্তিতে মো আনাস মোল্লাকে রাজশাহী জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে অনুমোদন দিয়ে একটি চিঠি প্রেরণ করা হয়।
সদ্য নির্বাচিত বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো আনাস মোল্লা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও দেশের ছাত্র সমাজের কাছে বঙ্গবন্ধুর আদর্শের বাণী পৌছে দেয়া এবং শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করার জন্য আমি সবসময় পূর্বের ন্যায় কাজ করে যাবে।
উল্লেখ, মো আনাস মোল্লা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মোহনপুর উপজেলা শাখার বর্তমান সাধরণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন।