23 C
Dhaka
Wednesday, March 22, 2023

বদরগঞ্জে ফ্রি টেলিমেডিসিন চালু করল “আগামীর বাংলাদেশ

বদরগঞ্জের সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন
“আগামীর বাংলাদেশ”।

২রা আগস্ট-২০২১, সোমবার বিকাল ৫.৩০ টা থেকে এই কার্যক্রমের উদ্বোধন হয়। দেশে চলমান করেনা মহামারিতে মানুষ যাতে ঘরে বসেই চিকিৎসা সুবিধা পেতে পারে, সে লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বদরগঞ্জের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আগামীর বাংলাদেশ”।

উক্ত ফ্রি টেলিমেডিসিন সেবা কার্যক্রম ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন জনাব আবুল কালাম মোঃ আহসানুল
হক চৌধুরী ডিউক, সম্মানিত সংসদ সদস্য, রংপুর -২ আসন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সম্মানিত মেয়র আহসানুল হক চৌধুরী (টুটুল), জনাব মোঃ মাহফুজুল হক চৌধুরী (লিটন), সহকারি অধ্যাপক
ও বিভাগীয় প্রধান, বদরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ।

এসময় প্রধান অতিথি জনাব আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, “আগামীর বাংলাদেশের এই ফ্রি টেলিমেডিসিন সেবা মাইলফলক হয়ে থাকবে সবার জন্য। বদরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বরগঞ্জের সকল তরুনকে আগামীর বাংলাদেশ এর পতাকাতলে এসে কাজ করার আহ্বান করেছেন।

বিশেষ অতিথি মেয়র আহসানুল হক চৌধুরী (টুটুল) বলেন,”তরুণদের এরকম উদ্যোগ-ই পারে বদরগঞ্জকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। আগামীর বাংলাদেশের হাত ধরেই বদরগঞ্জ একদিন মডেল
উপজেলা হবে সবার জন্য ।

সংগঠনটির সভাপতি সেলিম সরকার জানান, দেশের যে কোনো স্থান থেকে ফোন করে যে কেউ ১২ ঘন্টা
চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

প্রোগ্রামের আহ্বায়ক আরিফ আহমেদ বলেন, “ করোনা মহামারির সময়ে চিকিৎসা সংকট দেখে দিয়েছে। আমাদের এই টেলিমেডিসিন প্রোগ্রাম বদরগঞ্জবাসির সেই চিকিৎসা সংকট অনেকটা দূর করবে। ”

৭ জন এমবিবিএস ডাক্তার ফ্রি টেলিমেডিসিন সেবা দিতে সর্বদা প্রস্তুত। করোনার কারণে লকডাউনে থাকা অসহায় মানুষের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। ঘরে বসেই যেন তারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সেজন্য টেলিমেডিসিন সেবার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধন শেষে অতিথিসহ সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দ সাধারণ জনগণের মাঝে টেলিমেডিসিন লিফলেট বিতরণ
করেন।

১২ ঘণ্টা স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য চারটি হটলাইন নম্বর চালু করা হয়েছে।
০১৮৩৮৪৩৭৩০৬ (সকাল ৯ থেকে দুপুর ১২ টা)
০১৭৯২৭৫৪৭৯৬ (দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা)
০১৭৭৪৬৪৩০৭১ (বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা)
০১৮৪৩১৩১৯১৮ (সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টা)

প্রসঙ্গত আগামীর বাংলাদেশ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন যা বদরগঞ্জের সাধারণ
মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিক্ষা প্রচারে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো