35 C
Dhaka
Wednesday, June 7, 2023

বাঁচতে চায় পবিপ্রবি শিক্ষার্থীর পরিবার!

বাঁচতে চায় পবিপ্রবি শিক্ষার্থীর পরিবার

মানুষ মানুষের জন্য, আপনার একটু সাহায্য বাঁচাতে পারে কিছু মানুষের জীবন।

অংনুচিং মারমা, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ৭ম সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী।

শত বাধা অতিক্রম করে শিক্ষা গ্রহণের জন্য পরিবার ছেড়ে দেশের অন্য প্রান্তে পাড়ি জমিয়েছে। দেশের ক্রান্তিকালে এমতাবস্থায় অসহায় জীবনযাপন করছে তার পরিবার।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বড় ভাই উচনু মারমা পাঞ্জা লড়ছে মারণব্যাধী ক্যান্সারে ( ব্লাড ক্যান্সার )। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আগামী ৩ বা ৪ তারিখে তাকে ঢাকায় নিয়ে আসা হবে।

ঘাতক ব্যাধি ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। উচনু মারমা ভাইয়ের চিকিৎসার জন্য প্রায় ৭-৮ লক্ষ টাকার প্রয়োজন। এতো টাকার সংকুলান করা তার পরিবারের পক্ষে ব্যয় করা কষ্টকর হয়ে পড়েছে। সহায় সম্বল যা কিছু ছিল সব মিলিয়ে যতসামান্য সংগ্রহ করা সম্ভব হয়েছে।

তাই সকলের কাছে মানবিক সহায়তার জন্য আকুল আবেদন করছি। আপনার আমার একটু সহানুভূতি, একটু মানবিকতাই পারে উচনু মারমা ভাইয়ের পরিবারের মুখে হাসি ফোটাতে।

উচনু মারমা ভাইয়ের ঠিকানা:
গ্রাম- তিনছড়ি, ৮নং ওয়ার্ড. ডাকঘর: রাইখালী বাজার(৪৫৩১), ২নং রাইখালী ইউনিয়ন, থানা- চন্দ্রঘোনা, উপজেলা- কাপ্তাই, জেলা- রাঙ্গামাটি। ব্যক্তিগত ভাবে উচনু মারমা ২ শিশু সন্তানের জনক, এবং ব্যাংক এশিয়ার চট্টগ্রামে একটি ব্রাঞ্চে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।

“মানুষ মানুষের জন্য”। এই দুঃসময়ে উচনু মারমা ভাইয়ের পরিবারের পাশে কি দাঁড়াতে পারি না আমরা? আমাদের কি উচিৎ না এই দুঃসময়ে অংনুচিং ও তার ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানো ?

তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, মানবিক দিককে প্রাধান্য দিয়ে আপনারা যে যেভাবে পারেন, আমাদের অংনুচিং মারমার ভাইয়ের পাশে দাড়ান ।

অর্থ সহায়তার জন্যেঃ
⚫Bkash
➡️ ( আল-আজিম,ফিশারিজ ,‌৭ম সেমিস্টার)
➡️01718736102 (সাদমান, ফিশারিজ, ৭ম সেমিস্টার)

⚫Rocket
➡️018544017534 (সাদমান, ফিশারিজ,৭ম সেমিস্টার)
➡️ 018711634074 ( আজিম,ফিশারিজ ,৭ম সেমিস্টার)

⚫DBBL Account no: 7017411488929 ( অংনুচিং মারমা ( রোগীর ভাই ) ফিশারিজ ,‌৭ম সেমিস্টার)

যেকোনো জিজ্ঞাসা ও মতামতের জন্যেঃ
অংনুচিং মারমা ( রোগীর ভাই ) ফিশারিজ ,‌৭ম সেমিস্টার= 01843838275
প্রত্যয়, ফিশারিজ,৭ম সেমিস্টার 01869976051

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো