28 C
Dhaka
Sunday, March 26, 2023

বাংলাদেশ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় মানববন্ধন।

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নওগাঁ জেলা শাখার উদ্যোগে, কমরেড বিথী রনী সরকার সভাপতি সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নওগাঁ এর সভাপতিত্বে নওগাঁ সদরাধীন মুক্তির মোড় শহীদ মিনারের সামনে মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা নারীর সমঅধিকার চাই,নারী নির্যাতন বন্ধ করতে হবে, নারী বৈষম্য দূর করতে হবে এবং সরকারের কাছে নারীদের নিরাপত্তা দাবি জানিয়ে বক্তব্য রাখা হয়। 

মানববন্ধন শেষে মুক্তির মোড় থেকে রেলি করে শহরের হোটেল পট্টি গিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমরেড দিলরুমা নবী সাংগঠনিক সম্পাদক সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটি, কমরেড জয়নাল আবেদীন মুকুল আহ্বায়ক বাসদ, কমরেড তারা মনি উড়াও সংগঠক সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, কমরেড ফরজ মনি পাহান সংগঠক সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, কমরেড মিজানুর রহমান আহ্বায়ক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শহর শাখা নওগাঁ প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো