29 C
Dhaka
Tuesday, June 6, 2023

বাঘায় কলেজ ছাত্রী বিয়ের দাবিতে অনশন।

রাশেদুল হক অন্তর, বাঘা উপজেলা সংবাদদাতা:- রাজশাহী জেলার বাঘা থানার অন্তগর্ত পাকুড়িয়া ইউনিয়নের গোরাজ্ঞপুর গ্রামে এক কলেজ ছাত্রী বিয়ের জন্য অনঃ শন করছে।

কলেজ ছাত্রী তার হাত কেটে সেই হাতের উপর প্রেমিক আব্দুল্লার নাম লিখে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে। বুধবার দুপুরে উপজেলার গৌরাঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঐ ছাত্রীর দাবি, তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সে তার প্রেমিকের বাড়িতেই অবস্থান করছে। এখন ঐ ছাত্রীকে দেখার জন্য ভিড় করছে অনেকে।

তবে আব্দুল্লা ঐ মেয়ের সাথে তার বন্ধুত্ব হওয়ার সত্যতা স্বীকার করলেও পার্শ্ববর্তী মনিগ্রাম এলাকার জনৈক রাজুর সাথে তার প্রেমের সম্পর্ক হওয়ার করণে তিনি ঐ ছাত্রীকে আর বিয়ে করবে না বলে তার পরিবারকে ছাপ-ছাপ জানিয়ে দিয়ে সে বাড়ী ছেড়ে অন্যত্র চলে গেছেন।

অনুসন্ধানে জানা যায়, গত ৬ মাস পূর্বে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ পড়ুয়া ছাত্রী (১৮) এর সাথে গৌরাঙ্গপুর গ্রামের সাজদার রহমানের ছেলে আবদুল্লার বন্ধুত্ব হয়। এই সম্পর্কের সূত্র ধরে ইতোমধ্যে তাদের বেশ কয়েকবার দেখা-সাক্ষাত হয়।

এদিকে আবদুল্লার পরিবার প্রতিবেশী ঐ ছাত্রীকে কিছু না জানিয়ে আগামী শুক্রবার অন্যত্রে তার ছেলেকে বিয়ের দেয়ার দিন ধার্য করে ফেলেন। আর এ খবর শুনে ঐ ছাত্রী আব্দুল্লার বাড়িতে এসে বুধবার দুপুর থেকে অনশন শুরু করে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, লোকমুখে ঘটনাটি শোনার পর ঐ ইউনিয়নের চেয়ারম্যানকে প্রাথমিক পর্যায়ে বিষটা দেখভালের জন্য বলেছি। এ বিষয়ে যদি কোন পক্ষ থানায় অভিযোগ করে তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো