25 C
Dhaka
Sunday, May 28, 2023

বায়ু দূষণে বিশ্বের বড় নগরগুলোতে ১ লাখ ৬০ হাজার লোকের মৃত্যু : গ্রীনপিস

বায়ু দূষণে বিশ্বের বড় নগরগুলোতে ১ লাখ ৬০ হাজার লোকের মৃত্যু : গ্রীনপিস

মারাত্মক পরিবেশ দূষণের কারণে বিশ্বের সবচেয়ে জনবহুল পাঁচটি নগরীতে গত বছর প্রায় ১ লাখ ৬০ লেকের অকাল মৃত্যু হয়েছে। পরিবেশবাদী গ্রুপ গ্রীনপিস বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ কথা জানায়।

বিশ্বের সবচেয়ে দূষিত নগরী নয়াদিল্লী বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে বায়ুবাহিত বিপজ্জনক পিএম ২.৫ (২.৫ মাইক্রোমিটারের চেয়ে কম ব্যাসের কণা) কণার কারণে প্রায় ৫৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। টোকিওতে মারা গেছে ৪০ হাজার, এরপরেই রয়েছে সাংহাই, সাওপাওলো এবং মেক্সিকো সিটি।

 

জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে আণুবীক্ষণিক পিএম ২.৫ কণা ছড়িয়ে পড়ায় এই অকাল মৃত্যু ঘটছে।

পিএম ২.৫ কণাকে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হয়। এই কণা হার্ট ও ফুসফুস ক্ষতিগ্রস্ত করতে পারে এবং গুরুতর এ্যাজমার আক্রমণ ঘটাতে পারে।

পিএম ২.৫ কণা সম্পর্কিত গবেষণায় দেখা যায়, শরীরে পিএম ২.৫ কণা রয়েছে এমন লোকদের কোভিড-১৯ এ মৃত্যুর উচ্চ ঝুঁকি রয়েছে। সূত্রঃবাসস

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো