ঈশ্বরদী প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের উদ্যোগে এবং এবিসি ন্যাশনাল নিউজের আয়োজনে বিএমএসএস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।
২০শে মার্চ (রবিবার) সকাল ১১ ঘটিকায় কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র উপ-সমবায় বিষয়ক সম্পাদক দৈনিক সত্যের সকালের ঈশ্বরদী প্রতিনিধি মোঃ উজ্জল হোসেন প্রধানের সঞ্চালনায় এবং বিএমএসএস এর সহ সম্পাদক তৌহিদ সারওয়ার চপলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ ভূমি‘র সম্পাদক,মোঃ খালেদ মাহমুদ সুজন,ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আফতাব পারভেজ।
এসময় আরও উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের অর্থকরী সম্পাদক মোঃ জাকির হোসেন মিশন,মহিলা বিষয়ক সম্পাদিকা ডাঃ শামিমা ইয়াসমিন,সহ মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার,সদস্য মোঃ সোহেল রানা,মোঃ মোহন ইসলাম,মোঃ আহসান হাবিব প্রমুখ।
প্রধান অথিতির বক্তব্যে ডাঃ কামরুল বলেন,বর্তমানে সমাজের বস্তুুনিষ্ঠ সত্য সংবাদ সংগ্রহে এবং প্রকাশ করতে সাংবাদিকদের অনেক লাঞ্চিত হতে হয়,যা কোন ভাবেই কাম্য নয়।
মফস্বল সাংবাদিকদের জন্য ঐক্যতার প্রয়োজন অনেক বেশি। তাই সকল সাংবাদিকরা এ ধরনের সংগঠনের মাধ্যমে এক হয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে ন্যায়ের পক্ষে কাজ করবে বলে আশা রাখি।
পরে তিনি বিএমএসএস এর সাফল্য ও মঙ্গল কামনা করেন।