33 C
Dhaka
Sunday, May 28, 2023

বিএসএফ’র ছোঁড়া ককটেলে বাংলাদেশ ও ভারতের দুই যুবক আহত

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফে)র ছোঁড়া ককটেলের আঘাতে কাজল হোসেন (২২) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। এঘটনায় আশরাফুর ইসলাম (২৫) নামের এক ভারতীয় যুবক আহত হয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে আহত বাংলাদেশি যুবককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

গতকাল বুধবার(১২ মে) দুপুরে উপজেলার দাউদপুর সীমান্তের গোবিন্দপুর এলাকায় এঘটনা ঘটে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফে) এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের বাংলাদেশি মানুষের মাঝে আতঙ্কিত হয়ে পড়ে। এঘটনায় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) সদস্যরা ঘটনাস্থলে পতাকা বৈঠক করেছেন।

আহত বাংলাদেশি যুবক কাজল ইসলাম ওই গোবিন্দপুর এলাকার ফারুক হোসেনের ছেলে এবং ভারতীয় যুবক আশরাফুল ইসলাম নিচা গোবিন্দপুর এলাকার রইক মিয়ার ছেলে। বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি’র) দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা ওই গ্রামের মিলন হোসেন বলেন,‘ ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের বলপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা দাউদপুর সীমান্ত দিয়ে ২৫-৩০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অবৈধভাবে ঢুকে পড়ে। এসময় তারা স্থানীয় কাজল হোসেনকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে। এতে কাজলের ডান চোঁখ, বুক,মুখমন্ডল ঝলসে রক্তাক্ত হয়ে মারাক্তক জখম হয়। এসময় বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের ফিরে যায়। পরে স্থানীয়রা কাজলকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নায়েব সুবেদার আফজাল হোসেন বলেন,‘ বুধবার দুপুরে দাউদপুর গোবিন্দপুর সীমান্তের মেইন পিলার ২৮৯/ ৪৮/৪৯ সাব পিলারের মাঝা মাঝি স্থানে শুণ্যরেখায় বাংলাদেশের অভ্যান্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা একটি ককটেল নিক্ষেপ করে। এতে কাজল ইসলাম নামে এক বাংলাদেশি এবং আশরাফুল ইসলাম নামে এক ভারতীয়সহ দুই যুবক আহত হন।
তিনি বলেন,ওই বিষয়টিকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র সদস্যদের নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে অবহিত করা হয়েছে।

দৈনিক সত্যের সকাল / নুরুজ্জামান (হাকিমপুর, দিনাজপুর)

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো