23 C
Dhaka
Wednesday, March 22, 2023

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভাবছে রাবি প্রশাসন

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে আগামী সেশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোর আঞ্চলিক কেন্দ্রে নেওয়ার কথা ভাবছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ তথ্য জানান।

উপাচার্য গোলাম সাব্বির বলেন, ‘ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আদলে পরীক্ষা নেওয়ার চিন্তা করছি আমরা। তবে এটি এখনো পরিকল্পনার পর্যায়ে আছে। আমরা পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করব। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করছে।’

এ ছাড়া ঢাবি, রাবি, চবি ও জাবি প্রশাসন যদি চায় তবে রাবি প্রশাসন গুচ্ছ পদ্ধতিতেও পরীক্ষা নেওয়ার কথা ভাবছে বলে জানান তিনি।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় তৎপর আছেন।’

চলতি বছর রাবির ‘সি’ ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন, ‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন ও ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন ভর্তি পরীক্ষা দেবেন। ৩টি ইউনিটে বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে মোট ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। হিসাব অনুযায়ী, প্রতি আসনের বিপরীতে ৩১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় ‘এ’ ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক, বাণিজ্য- সব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। বুধবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো