বেতন বৈষম্য দূর করার দাবিতে পাবনায় হেল্থ এ্যসিস্টান্ট এ্যসোসিয়েসনের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান ।
র ই রনি: নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির আজ চতুর্থ দিন। সোমবার সারাদেশের ন্যায় পাবনা সদর উপজেলার আহ্বায়ক ফজলুল হকের নেতৃত্বে অফিসের সামনে ব্যনার ফেস্টুন নিয়ে স্বাস্থ্য সহকারীরা অবস্থান করে। তিনি বলেন দাবি মেনে না নিলে আমরা কর্মসূচি চালিয়ে যাব। এসময় উপস্থিত ছিলেন রাজিবুল রহমান, মকসেদ আলী, আব্দুস সালাম, শফিকুল ইসলাম, ফারহানা, নূরে আলম সহ আরো অনেকে। সরকারের দেয়া বিভিন্ন সময়ে স্বাস্থ্য সহকারীদের নানা প্রতিশ্রুতি অতি দ্রুত পূরন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা।