33 C
Dhaka
Sunday, May 28, 2023

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদীর ছেলে আশিক নিহত

ঈশ্বরদী প্রতিনিধিঃ বৃহত্তর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদীর ছেলে আশিক হোসেন হযরত (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত আশিক হোসেন ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের কারিগর পাড়ার কিসমত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২২ শে অক্টোবর) আনুমানিক রাত ৮ টার সময় ভেড়ামারা পাওয়ার হাউজ যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আশিক হোসেন কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশিক হোসেন নিজ এলাকায় হযরত নামে পরিচিত। এদিকে হযরতের নিহতের ঘটনায় তার নিজ গ্রাম জয়নগরে শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো