32 C
Dhaka
Tuesday, June 6, 2023

মসজিদে প্রবেশের দোয়া অর্থ সহ | মসজিদে প্রবেশের সুন্নত !

মসজিদে প্রবেশের দোয়া অর্থ সহ অনেকেই জানেন না! মসজিদে প্রবেশের সময় আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করে প্রবেশ করতে হবে। মসজিদ যেহেতু আল্লাহর ঘর তাই সেখানে আল্লাহর ইবাদাত করা শ্রেয়।

মসজিদে প্রবেশের দোয়া | মসজিদে প্রবেশের দোয়া অর্থ সহ | মসজিদে প্রবেশের দোয়া আরবিতে | Mosjider probeser dua

মসজিদে প্রবেশের দোয়া | মসজিদে প্রবেশের দোয়া অর্থ সহ |  Mosjider probeser dua অনেকগুলো রয়েছে। যেমনঃ

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) যখন মসজিদে প্রবেশ করতে তখন এই দোয়াওটি পড়তেনঃ

اَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَ بِوَجْهِهِ الْكَرِيْمِ وَ سُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ – بِسْمِ اللهِ وَ اَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَ بِوَجْهِهِ الْكَرِيْمِ وَ سُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারণ : ‘আউযুবিল্লাহিল আযিম ওয়া বিওয়াঝহিহিল কারিম ওয়া সুলতানিহিল ক্বাদিমি মিনাশ শায়তানির রাঝিম।’ (আবু দাউদ, ইবনে মাজাহ)

অর্থ : ‘আমি মহান আল্লাহর, তাঁর সম্মানিত চেহারার এবং তাঁর চিরন্তন কর্তৃত্বের মাধ্যমে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।’

আরো পড়ুনঃ দুই সিজদার মাঝের দোয়া

এছাড়া আরো কিছু দোয়া রয়েছে। সেটি হলোঃ

اَلّلهُمَّ افْتَحْ لِيْ أَبْوَاب رَحْمَتِكَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রাহমাতিকা।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমার গোনাহগুলো ক্ষমা করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।’

মসজিদে প্রবেশের সময় এই দোয়াটিও পড়তে বলেছেন হযরত মুহাম্মদ (সঃ)-

بِسْمِ اللهِ اَللهُمَّ صَلِّى عَلَى مُحَمَّدٍ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।’

অর্থ : ‘হে আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শান্তি বর্ষন করুন।’ (ইবনুস সুন্নি)

মসজিদে প্রবেশের সুন্নত | মসজিদে প্রবেশের ৫ টি সুন্নত | মসজিদে প্রবেশের নিয়ম

মসজিদে প্রবেশের সুন্নত | মসজিদে প্রবেশের ৫ টি সুন্নত | মসজিদে প্রবেশের নিয়মঃ ১. মসজিদে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেওয়া। ২. তারপর রাসুল (স) এর প্রতি দরুদ শরিফ পড়ে নেওয়া। ৩. অতঃপর মসজিদে প্রবেশের দোয়া পড়া— আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক ৪. মসজিদে ডান পা আগে রাখা ও ৫. মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করা।—(ইবনে মাজাহ ও শামী) (৬) অজুসহ পাকপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা সুন্নত। নাপাক অবস্থায় অথবা পেঁয়াজ-রসুনের মতো দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে প্রবেশ করা উচিত নয়। বিড়ি-সিগারেট, গুল-জর্দা, তামাক ও মাদকজাতদ্রব্য খেয়ে মসজিদে প্রবেশ করা মাকরুহ। (৭) মসজিদে ধীর-স্থিরতার সঙ্গে গমন করা উচিত। রাকাত ছুটে যাওয়ার আশঙ্কায় তাড়াহুড়া করে দৌড়িয়ে যাওয়া ঠিক নয়।

রাসুল (স) ইরশাদ করেন, ‘তোমরা নামাজে অবশ্যই ধীর-স্থিরতার সঙ্গে আসবে। যতটুকু পাবে, আদায় করবে। আর যতটুকু ছুটে যাবে, পূর্ণ করবে।

আরও পড়ুন; জুমআ কি গুনাহ মাফের বিশেষ দিন?

মসজিদে প্রবেশের পর নামাজ

মসজিদে প্রবেশের পর নামাজঃ মসজিদে প্রবেশকারী দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ আদায় ছাড়া বসবে না। রাসুল (স) ইরশাদ করেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ আদায় না করে বসবে না।’ (বুখারি, হাদিস : ১১১০)।

মসজিদে প্রবেশের দোয়া | মসজিদে প্রবেশের দোয়া অর্থ সহ | মসজিদে প্রবেশের দোয়া আরবিতে | Mosjider probeser dua | মসজিদে প্রবেশের পর নামাজ | মসজিদে প্রবেশের দোয়া pdf download | মসজিদে প্রবেশের দোয়া vector | মসজিদে প্রবেশের দোয়া png | মসজিদে প্রবেশের দোয়া মিজানুর রহমান

মসজিদে প্রবেশের দোয়া pdf download | মসজিদে প্রবেশের দোয়া vector | মসজিদে প্রবেশের দোয়া png

মসজিদে প্রবেশের দোয়া pdf download | মসজিদে প্রবেশের দোয়া vector | মসজিদে প্রবেশের দোয়া png

  • মসজিদে প্রবেশের দোয়া pdf download 
  • মসজিদে প্রবেশের দোয়া vector
  • মসজিদে প্রবেশের দোয়া png

মসজিদে প্রবেশের দোয়া মিজানুর রহমান

মসজিদে প্রবেশের দোয়া মিজানুর রহমানঃ

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো