সাজিরুল, বোয়ালিয়া, রাজশাহী:- মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় অভি দাস রনি (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঢাকার সায়দাবাদ এলাকা থেকে শুক্রবার (১২ মার্চ) রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের দাসপাড়া এলাকার জওহর লাল দাসের ছেলে আটক রনি।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান জানান, একজনের দেওয়া ফেসবুক পোস্টে রনি মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় কয়েকজনের চোখে শুক্রবার বিকেলের পর পড়ে।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতে রাত ৯টার দিকে অরুয়াইল বাজার থেকে রনির বাবা জওহর লাল দাসকে হেফাজতে নেয় পুলিশ।