পাবনাঃ- শনিবার (১৯ ডিসেম্বর) পাবনা চিনিকল বন্ধ ঘোষনার প্রতিবাদে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া শ্রমিকদের বিক্ষোভ মিছিল বাধা দিয়ে পণ্ড করেছে পুলিশ।
এসময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাধার মুখে বিক্ষোভকারীরা মিলের প্রধান ফটকে সমাবেশ করে। মিল চালু না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে “মাটি ছুয়ে” কসম করে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা।
মিলে লোকসানের বোঝা কমাতে সরকারী ছয়টি মিল বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন (বিসিএফআইসি)। পাবনা চিনিকল এর মধ্যে রয়েছে।
পাবনা চিনিকলের ভিতরে পাঁচ দফা দাবিতে দফায় দফায় বিক্ষোভ- সমাবেশ করে। সরকারী সিদ্ধান্ত হওয়ার পর থেকে ফটকসভা, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে।
পাবনা চিনিকল বন্ধ হলে বেকার হয়ে পড়বে হাজার হাজার আখচাষী শ্রমিক-কর্মচারীরা। মিলে ৪ মাসের বকেয়া বেতন পরিশোধ করে মিলটি চালুর সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তব্যে রাখেন, আখচাষী ফেডারেশন পাবনা চিনিকলের সাধারন সম্পাদক শাহজাহান আলী বাদশা, পাবনা চিনিকল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন, সাবেক সাধারন সম্পাদক আহম্মদ ঈদ, আব্দুল লতিফ, মিলের কর্মচারী আবদুল্লাহ আল মাসুম আব্দুস সালাম সরকার, আখচাষী কল্যান সমিতির সাধারন সম্পাদক আনছার আলী ডিলু।