নাটোরের লালপুরে মায়ের ওপর অভিমান করে দিশান (১০) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। দিশান উপজেলার একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে দিশান ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করলে মা মুসলিমা বেগম নিশানকে থাপ্পর মারলে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।