28 C
Dhaka
Friday, July 1, 2022

মা হলেন অভিনেত্রী কাজল

ভারতে দক্ষিণী সিনেমার যখন জয়জয়কার অবস্থা তখন সুখবর দিলেন অভিনেত্রী কাজল আগারওয়াল।

না, রূপালি পর্দার কোনো খবর নয়; ব্যক্তিগত জীবনের। মা হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।

মঙ্গলবার দুপুরে অভিনেত্রীর কোলজুড়ে এল ফুটফুটে এক পুত্রসন্তান।

ভারতের বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড বাবল এই তথ্য নিশ্চিত করেছে। তবে অফিশিয়ালি এই তারকা অভিনেত্রী কিংবা তার স্বামীর পক্ষে কেউ কিছু জানায়নি।

এ খবর প্রকাশের পর পরই কাজল আগারওয়াল এবং তার স্বামী গৌতম কিচলুকে শুভেচ্ছা জানানো শুরু করেছে নেটিজেনরা।

পাশাপাশি বলিউড ও স্যান্ডেলউড তারকারাও অভিনেত্রীকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে কাজলের স্বামী গৌতম কিচলু সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজলের মা হতে যাওয়ার খবর জানিয়েছিল ভক্তদের।

২০২০ সালের ৩০ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগারওয়াল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো