29 C
Dhaka
Friday, March 31, 2023

মিতুর পরিবারের পাশে থাকবে জবি : উপাচার্য

সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতু নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে আইনি ও আর্থিকভাবে যেকোনো সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পাশে থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

বুধবার বেলা সাড়ে ১২টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে এক শোকসভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা সাবরিনাকে এখন আর পাব না। তবে তার হত্যার যেন সুষ্ঠু বিচার হয়, বিশ্ববিদ্যালয়ের আইনি সেলের মাধ্যমে সহায়তা করা হবে। এছাড়া যেহেতু তার পরিবারের অসচ্ছল। সে পড়াশোনা শেষ করে কিছু না কিছু করত, আমরা তো সেই পর্যায়ে কিছু করতে পারব না, তবে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আর্থিকভাবে দীর্ঘমেয়াদি সাহায্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, আমরা চাই সাবরিনা হত্যার বিচার হোক। আমাদের হল না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের বাইরে থেকে সড়ক দুর্ঘটনার এক ধরনের আতঙ্ক নিয়ে আসতে হয়। নতুন ক্যাম্পাস হয়ে গেলে এ আতঙ্ক আর থাকবে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিতুর পরিবারের যেকোনো সহযোগিতায় পাশে থাকব।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ড. শাহ মো. নিসতার জাহান কবীর বলেন, মেয়েটি গ্রামে যাওয়ার তিনদিন আগেও দেখা করে গিয়েছিল। সে খুবই হাসিখুশি থাকত। আমি আসলে তাকে ভুলতে পারছি না। সড়ক দুর্ঘটনায় জড়িতরা আইনের আওতায় আসছে না। তাদের বিচার হওয়া দরকার। আমি কখনও আর এমন শোকসভায় দাঁড়াতে চাই না। মেয়েটির পরিবার খুবই দরিদ্র। তার পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত।

বিশ্ববিদ্যালিয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলামের সভাপতিত্বে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. অরুণ কুমার গোস্বামী, প্রক্টর ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সভাপতি ড. আবুল হোসেন, সাধারণ অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমানসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ শোকসভায় বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো