28 C
Dhaka
Sunday, March 26, 2023

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে আরো দুই মামলা

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টের বিরুদ্ধে নতুনকরে আরো দুই মামলা করেছে সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর তার বিরুদ্ধে যে অভিযোগি গুলি আনা হয়েছিল তার সঙ্গে সংবিধান লঙ্ঘনের অভিযোগ যোগ হয়েছে। এ অভিযোগে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে তার। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন মিন্টের আইনজীবী খিন মুং।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে মুং জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টের বিরুদ্ধে নতুন আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আছে সংবিধান লঙ্ঘনের অভিযোগ। এ অভিযোগে মিয়ানমারে তিন বছর কারাদণ্ডের বিধান আছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে উয়িন মিন্টকে গ্রেপ্তার করে মিয়ানমারের সেনা। তার বিরুদ্ধে করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানি হবে। তবে, কবে এই শুনানির দিন নির্ধারণ করা হয়েছে তা জানাতে পারেননি মিন্টের আইনজীবী মুং।

সূত্র: রয়টার্স।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো