28 C
Dhaka
Sunday, March 26, 2023

মৃত্যুর মিছিলে জবি; সপ্তাহের ব্যবধানে মৃত্যু-৩, আহত-১

নাজমুল হোসেন, জবি প্রতিনিধি:- মৃত্যুর মিছিল চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সপ্তাহের ব্যবধানে মৃত্যু-৩, আহত-১ । এরমধ্যে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত ও একজন আহত। সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থীর আত্মহত্যা ও সিনিয়র বাস ড্রাইভার নূরুল ইসলামের আকস্মিক মৃত্যু।

শিক্ষার্থী-১: গত ১৭ ডিসেম্বর সেমিস্টার ফাইনাল পরীক্ষার উদ্দেশ্যে ঢাকা ফেরার সময় সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবরিনা আক্তার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বেলা সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন। এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক ইবরাহীম খলিল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

শিক্ষার্থী-২: রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে মেহেবুল্লাহ তৌশিফ (২১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে মহানগর প্রজেক্টের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, গত রাতে খবর পেয়ে মহানগর প্রজেক্টের বাসার পঞ্চম তলা থেকে তৌসিফের লাশ উদ্ধার করি। তার লাশ বাসার ড্রয়িং রুমে ফ্যানের হুকের সঙ্গে লাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।
নিহতের পরিবারকে উদ্ধৃত করে তিনি জানান, তৌশিফ হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কর্মকর্তা-১:- গত ২০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের সিনিয়র ড্রাইভার মোঃ নূরুল ইসলাম মিরপুর থেকে ক্যাম্পাসে আসার সময় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় পরে ৮ ঘটিকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। মরহুমের জানাযা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে বেলা ১২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সূত্রে জানা যায়, মরহুম নুরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সিনিয়র বাসচালক। তিনি (ঢাকা মেট্রো- ঝ ১৪-০৯১০৭) বাস চালাতেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে। তাঁর পরিবারে এক মেয়ে দুই ছেলে রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

শিক্ষার্থী-৩: রাজধানীর গুলিস্তান মোড়ে দিশারী পরিবহনের একটি বাসের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী আহত হয়েছেন। আহত ছাত্রীর নাম সাহিদা সুলতানা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তান মোড়ে এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে আসার জন্য গুলিস্তান মোড়ে রিকশার জন্য অপেক্ষা করার সময় দিশারী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৯৩৫০) বাসটি পেছন থেকে সাহিদাকে ধাক্কা দেয়। এসময় বাসের ধাক্কায় সাহিদা পড়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন।

এরপর তার সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (মিডফোর্ট হাসপাতাল) চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো