ফয়সাল, মেহেরপুর:- মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিত করণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ ডিম, দুধ ও মাংস বিক্রির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ডেইরি ও পোলট্রি অ্যাসোসিয়েশনসহ প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে ভ্রাম্যমাণ পদ্ধতিতে দুধ, ডিম ও মাংস বিক্রি অব্যাহত রাখবে জেলা পানিসম্পদ দপ্তর। এর মাধ্যমে ভ্রাম্যমাণ পদ্ধতিতে খামারিরা ন্যায্যমূল্যে সরাসরি ভোক্তাদের কাছে দুধ, ডিম ও মাংস বিক্রির সুযোগ পাবেন। প্রতি পিস মুরগির ডিম ৬ টাকা ৫০ পয়সা , ১২৫ টাকা কেজি ব্রয়লার মুরগি এবং ৫৫ টাকা কেজি দরে দুধ বিক্রি করা হবে বলে জানান তিনি।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রনী সম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।