রাজশাহীর মোহনপুর প্রেসক্লাবে নব-নির্বাচিত কমেটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ জুন) প্রেসক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মামুনের পরিচালনায় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাহার ইসলাম, দপ্তর সম্পাদক আতাউর রহমান, অর্থ-সম্পাদক মুক্তার কাজী, প্রচার সম্পাদক ফয়সাল হোসেন, সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক সুমন শান্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আনাস মোল্লা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনসার আলী স্বাধীন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক শাহিনুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ. কে স্বপন, সদস্য মাজেদুর রহমান সবুজ, সদস্য মোঃ মাজেদুল ইসলাম মাজেদ প্রমুখ।
প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মতিন, সাধারণ সম্পাদক এম.এম. মামুন তাঁদের সমাপনী বক্তব্য বলেন, সকলের সহযোগিতা পেলে আগামী দিনে শক্তিশালী একটি সংগঠন হিসেবে পরিণত হবে মোহনপুর প্রেসক্লাব এবং নিঃস্বার্থভাবে কাজ করে যাবে।