29 C
Dhaka
Saturday, March 25, 2023

ম্যারাডোনার শহরে গিয়ে তার ছবিতে শ্রদ্ধা জানালেন মরিনিও

একজন ফুটবলার হিসেবে সর্বকালের সেরা। আরেকজন ম্যানেজার হিসেবে সেই তকমার দাবিদার। তবে মাঠের বাইরেও ডিয়েগো ম্যারাডোনা আর জোসে মরিনিওর মধ্যে সখ্যতাটা নেহায়েত মন্দ ছিল না। তাদের একজন, ডিয়েগো ম্যারাডোনা ২০২০ সালে পৃথিবীকে বিদায় জানিয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। সিরি’আতে মরিনিওর ক্লাব রোমার পরবর্তী ম্যাচ নেপলসে ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলির বিপক্ষে তাদেরই মাঠে। প্রয়াত এই কিংবদন্তির শহর নেপলসে গিয়ে তাই তাকে শ্রদ্ধা জানাতে ভোলেননি মরিনিও।

নেপলস শহরে ম্যারাডোনার অসংখ্য ম্যুরাল আছে, তার একটিতে ফুল দিয়ে নাপোলি এবং আর্জেন্টিনা কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে মরিনিও। সেখানে সংবাদকর্মীদের সাথে ম্যারাডোনাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে পর্তুগীজ এই কোচ বলেন, ‘ম্যারাডোনাকে সারা বিশ্ব চেনে, আর মানুষ কখনোই তাকে ভুলবে না।’

ম্যারাডোনার সব কীর্তি কেবল নিজে দেখেই তৃপ্ত হননি মরিনিও। ছড়িয়ে দিতে চেয়েছেন প্রজন্মান্তরে। তা করতে গিয়ে নিজের ছেলেকেও ম্যারাডোনার কীর্তির কথা বলেছেন এই সাবেক রিয়াল মাদ্রিদ কোচ, ‘আমি আমার ছেলেকে তার ব্যাপারে বলেছি। আশা করি, আমার ছেলে যখন বাবা হবে তখন সেও তার ছেলেকে তার (ম্যারাডোনা) কথা বলবে। যেমন আমি আলফ্রেডো ডি স্টেফানোর খেলা দেখিনি, কিন্তু আমার বাবা আমাকে তার কীর্তি শুনিয়েছেন।’

ম্যারাডোনাকে মিস করেন জানিয়ে মরিনিয়ো বলেন, ‘আমি ডিয়েগোকে মিস করি। তার সাথে আরও বেশি সময় কাটাতে পারিনি, তাই আমার বেশ আফসোস হয়। তবে তার সাথে আমার প্রায়ই কথা হতো। আমার ক্যারিয়ারে বড় হারগুলোর পর সবসময় আমাকে ফোন করতেন তিনি, তবে বড় জয়গুলোর পর কখনো না। আমি ডিয়েগোকে সবসময় মিস করব। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল হাসি-আনন্দে ভরা।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো