18 C
Dhaka
Thursday, February 2, 2023

যশোরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

মোস্তফা কামাল, যশোর জেলা সংবাদদাতা:- যশোরে নৃর আলী শেখ(৪৫) নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে  দির্বত্তরা। যশোরের অভয়নগরে উপজেলার শুভরাড়া গ্রামের বাবুরহাট এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত নূর আলী শেখ উপজেলায় শুভরাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও শুভরাড়া গ্রামের আসির আলী শেখের ছেলে। তিনি শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানান, শুভরাড়া গ্রামের বাবুরহাটে নূর আলী শেখের একটি নিজস্ব কার্যালয় রয়েছে। কার্যালয়টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় হিসেবেও ব্যবহার করা হয়। রোববার রাতে তিনি ওই কার্যালয় থেকে মোটরসাইকেলে করে প্রায় আধা কিলোমিটার দূরে শুভরাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন তাঁর ছেলে ইব্রাহিম শেখ। এ সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। রাত ৮টার দিকে মোটরসাইকেলটি কার্যালয় থেকে ১০০ গজ দূরে একটি বটগাছের নিচে পৌঁছায়। মোটরসাইকেল চলন্ত অবস্থায় কয়েকজন অস্ত্রধারী ইব্রাহিম শেখের পায়ে দুটি গুলি করে। এতে তাঁরা মোটরসাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে যান। এরপর সন্ত্রাসীরা নূর আলী শেখের মাথার পেছনে ডান পাশে গুলি করে। গুলিটি মাথার সামনে দিয়ে বেরিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। নূর আলীর ছেলে ইব্রাহিম শেখের পায়ে দুটি গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনার সময়  আহত হয়েছেন তাঁর ছেলে ইব্রাহিম শেখ (১৬)। ইব্রাহিমের পায়ে দুটি গুলি লেগেছে। নূর আলী ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো