যশোরে জাফর ইকবাল (২৭) ও ফজলুর রহমান (৩২) নামে দুই মদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবও পুলিশ৷ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২শ ৭০পিস ইয়াবা ট্যাবেলেটসহ যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামে থেকে তাদের আটক করে।
গতকাল শুক্রবার (১৫/০১/২১) রাতে সদর উপজেলার মাহিদিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়৷ এঘটনায় কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে৷
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, যশোর পুলিশ সুপার আশরাফ হোসেনের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। শুক্রবার রাতে মাহিদিয়া গ্রামের বাজার সংলগ্ন সুয়াদের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে জাফর ইকবাল (২৭) এবং ফজলুর রহমানকে (৩২) আটক করে ও তাদের নিকট হতে মোট ২শ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।