যশোরের বাঘারপাড়া উপজেলার নির্বাচন কেন্দ্র করে হত্যা মামলায় উপজেলার ভাইস চেয়ারম্যান সহ তিন আসামি কারাগারে!
যশোর বাঘারপাড়া উপজেলার নির্বাচন কেন্দ্র করে হত্যা মালায় উপজেলার ভাইস চেয়ারম্যান সহ তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আসামিদ্বয় উচ্চ আদালত থেকে জামিন নিয়ছিল।উচ্চ আদালতেরআদেশ অনুযায়ী আজ
বৃহস্পতিবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বর্তমানে দীলু পাটোয়ারীর ভাই নূর মোহাম্মদ পাটোয়ারীসহ আজিম, শাহীন, শরিফুল, রেজাউল ও জসিম কারাগারে আছে। মামলা সূত্রে জানা যায়, গত ০৯ ডিসেম্বর রাতে টিটো বাড়ির রান্নার জন্য তৈল কিনতে হিংগারপাড়া-বেতালপাড়া গ্রামের সীমান্তে কালাম সর্দারের দোকানে যাচ্ছিলো,পতিমধ্যে রাস্তায় থাকা সংঘবদ্ধ আনারস প্রতিকের কর্মীরা তার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে ফেলে রেখে যায়। এসময় স্থানীয়রা টিটোকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবন্নতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা ঢাকায় পাঠান।
এরপর গত ডিসেম্বরের ১০তারিখে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের অনুষ্ঠিত হয়। প্রার্থী হয় দুজন তারা হলেন উপজেলা চেয়ারম্যান মরহুম কাজলের স্ত্রী ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী ও আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের দিন মোহাম্মদ দীলু পাটোযারী, বিএনপির ধানের শীষের দলীয় প্রার্থী ও পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান । নির্বাচনে ভিক্টোরিয়া পারভীন সাথী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।