29 C
Dhaka
Saturday, March 25, 2023

যশোরে করোনা ভ্যাকসিন প্রাপ্তির তালিকা শেষ পর্যায়ে !

যশোরে করোনা ভ্যাকসিনের জন্য তালিকা প্রস্তুত প্রায় শেষ পর্যায়ে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন , স্বাস্থ্য অধিদফতর থেকে করোনাভাইরাসের ভ্যাকসিনের চাহিদা চেয়ে নির্দেশনা পত্র এসেছে। এরপর তালিকা প্রস্তুতের কাজে নামেন কর্মকর্তা কর্মচারীরা। বর্তমানে তালিকা প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে।

করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধাদের সামনে রেখে কয়েকটি সেক্টরের কর্মকর্তা কর্মচারীদের রাখা হচ্ছে এই তালিকায়।


জানা যায় তালিকায় গণমাধ্যমকর্মীসহ ৫০ হাজার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর নাম অন্তর্ভূক্ত হবে। জেলা স্যানেটারি ইনসপেক্টর শিশির কান্তি পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্যানেটারি ইনসপেক্টর শিশির কান্তি পাল আর ও জানান, তালিকায় গণমাধ্যম কর্মী, জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, জেলা পরিষদ, জেলা পুলিশ, বিজিবি, শিক্ষা প্রতিষ্ঠান ও আনসার ভিডিপি সদস্যের নাম থাকবে। তালিকা প্রায় শেষ পর্যায়ে। বুধবার নাগাদ তালিকা মোটামুটি প্রস্তত হতে পারে।

শিশির কান্তি পাল জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত গণমাধ্যম কর্মী, যশোর মেডিকেল কলেজ, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নার্সিং ইনসস্টিটিউট ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর তালিকা হাতে পৌঁছেছে। সেই হিসেবে সাড়ে ৪২ হাজার সদস্যের নাম পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো