26 C
Dhaka
Friday, June 9, 2023

যশোরে জমি নিয়ে বিরোধে ভাইপোর হাতে চাচার মৃত্যু

“যশোরে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ভাইপোরা আব্দুর রহমান (৬০) নাম এক বৃদ্ধা চাচাকে পিটিয়ে হত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে এবং নিহত আব্দুর রহমান ঐ গ্রামের বাসিন্দা। আজ রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছে, জমিজমা নিয়ে আব্দুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে তার ভাইপোদের সাথে বিরোধ চলে আসছিলো।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে আজ বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে কয়েকজন মিলে আব্দুর রহমানের ওপর বাবলু বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে লুটে পড়েন।

পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, জায়গা জমি নিয়ে বিরোধে ভাইপোদের হাতে আব্দুর রহমান নামে একজন খুন হয়েছে। অপর একজন আহত শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো