29 C
Dhaka
Saturday, March 25, 2023

যশোরে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

গতকাল সোমবার রাতে শহরের কলেজপাড়া পৌরসভা ৩নং ওয়ার্ড এর আলমগীর ভূঁইয়ার ছেলে রাজিব ভূঁইয়া ও একই এলাকার জামাল শেখ এর ছেলে ছাইলকে ১শ ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।

যশোরের চাঁচড়া সাড়াপোল রোডস্থ নিরিবিলি হ্যাচারীর সামনে থেকে তাাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় গভীর রাতে মাদক আইনে মামলা হয়েছে। পুলিশ আজ মঙ্গরবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করেছে।

চাঁচড়া ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান জানান, সোমবার ১৮ জানুয়ারী রাত ১০ টার পর গোপন সূত্রে খবর পান দুজন ব্যক্তি উল্লেখিত স্থানে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০ টার পর সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিত টের পেয়ে সেখানে থাকা রাজিব ভূঁইয়া ও ছাইল পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রাজিব ভূঁইয়ার দখল হতে ৯০ বোতল ও ছাইলের দখল হতে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাদেরকে রাতে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো