32 C
Dhaka
Tuesday, June 6, 2023

যশোরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যশোরে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে প্রথমে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ ছাড়া কার্যালয়ে ৪৯ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা রেব করেন নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের চৌরাস্তা, চারখাম্বা, সার্কিট হাউজ মোড় হয়ে জজ কোটের সামনে দিয়ে জাতির পিতার ম্যুরালে গিয়ে শেষ হয়।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।

বক্তৃত্বায় তিনি সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীদের শপথ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমগ্র অনুষ্ঠানে অংশ নেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগনেতা আনোয়ার হোসেন বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা।

আরো উপস্থিত ছিলেন, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুবোল রায়, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব রায়, সদস্য কেরামত আলী, জাহিদুর রহমান লাবু, শফিকুল ইসলাম পারভেজ, শফিকুল ইসলাম শফিক, রবিউল ইসলাম বাবলু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজাহারুল ইসলাম মাজাহার, শহীদুজ্জামান শহীদ, শহর যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান মিলু, যুগ্ম আহবায়ক সোলাইমান খান রাফেল, মাহবুব রহমান ম্যানসেল, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল প্রমুখ।”

যশোরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো