29 C
Dhaka
Friday, March 31, 2023

রমজানকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিলটি বের হয়। দামপাড়া মোড় হয়ে মিছিলটি কাজির দেউড়ির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।

এ সময় তারা অধিক মুনাফার লোভে পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, এ মাস অধিক মুনাফা অর্জনের জন্য নয়। অধিক পূণ্য অর্জনই হোক সবার অঙ্গীকার। সমাবেশ থেকে ছাত্রলীগ নেতারা রমজানের পবিত্রতা রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদকমণ্ডলীর সদস্য মিনহাজুল আবেদীন সানি, আব্দুল আল আহাদ, সরফুদ্দিন সৌরভ, আরজু ইসলাম বাবু, এম হাসান আলী, সদস্য ইমাম উদ্দিন নয়ন, মো. সালাউদ্দিন, মোশরাফুল হক পাভেল, আরাফাত রুবেল, মো. রাশেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো