25 C
Dhaka
Sunday, May 28, 2023

রাঙ্গামাটি জেলা থেকে প্রথম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান হলেন নিখিল কুমার চাকমা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন নানিয়ার উপজেলার কৃতি সন্তান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

রবিবার, ১৩ জুন পার্বত্য মন্ত্রণালয় থেকে নিখিল কুমার চাকমাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সার-সংক্ষেপ পাঠালে তাতে প্রধানমন্ত্রী সম্মতি দেন। পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষে সচিব মোসাম্মৎ হামিদা বেগম এই সার-সংক্ষেপ প্রেরন করেন। পার্বত্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ঠ দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন ২০১৪ এর ৬(২) ধারা অনুয়ায়ী প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেছেন। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে গেজেট আকারে এই সিদ্ধান্ত জানানো হবে।

১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হওয়ার পর জনাব নিখিল কুমার চাকমাই প্রথম ব্যক্তি যিনি পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে চেয়ারম্যান মনোনীত হলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যান রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নয়ন বোর্ড গঠিত হওয়ার পর বিভাগীয় কমিশনারবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসিরা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৯৮ সালে প্রথম বারের মতো রাজনীতিবিদ ব্যক্তি চেয়ারম্যান হিসেবে মনোনীত হন বান্দরবান জেলা থেকে সংসদ বীর বাহাদুর এমপি। বর্তমানে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। ২০০২ সালে খাগড়াছড়ি থেকে আব্দুল ওয়াদুদ ভূইয়া, ২০০৯ সালে বান্দরবান থেকে বীর বাহাদুর এমপি এবং ২০১৩ সালে অত্র বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হন সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। তিনি দুই দফা দায়িত্ব পালন শেষ করেন ১৮ মার্চ, ২০২১খ্রি তারিখে। গত তিন মাস ধরে শূন্য পড়েছিলো চেয়ারম্যান পদটি। দীর্ঘ বছর পর রাঙ্গামাটি জেলা বাসীর প্রাণের দাবী পূরন হলো।

সত্যের সকাল/ নুরুল (রাঙামাটি)

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো