34 C
Dhaka
Tuesday, June 6, 2023

রাজশাহী বিভাগে একদিনে করোনা রোগী বেড়ে ৮৫ জন”

সাজিরুল, বোয়ালিয়া:- রাজশাহী বিভাগে একদিনে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ৮৫ জন হয়েছে। গত ডিসেম্বরের পর একদিনে এত বেশি রোগী এ বিভাগে শনাক্ত হননি। বুধবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার বিভাগের রাজশাহীতে ৪২ জন, নওগাঁয় একজন, বগুড়ায় ২৮ জন, সিরাজগঞ্জে তিনজন, পাবনায় সাতজন এবং নাটোরে চারজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগের ৮০ জন করোনা রোগী সুস্থও হয়েছেন। এদের মধ্যে ৬৮ জনেরই বাড়ি পাবনা। এছাড়া ১০ জনের বাড়ি রাজশাহী এবং দুইজনের বাড়ি বগুড়া। বুধবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪০০ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৩৩৩ জন। এদের মধ্যে ২৪ হাজার ৬৮০ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬১ জন কোভিড-১৯ রোগী।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো