সারা বাংলাদেশে শর্তসাপেক্ষে বিভিন্ন জেলাতে লকডাউন এর পাশাপাশি রাজশাহী জেলায় গত কাল লকডাউন জারি করা হয়েছে যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
করোনা ভাইরাস নিয়ে সবাই যেখানে আতঙ্ক রয়েছে। করোনা ভাইরাস প্রতিনিয়ত ভয়াবহ রুপ ধারণ করছে তবুও মানুষের মাঝে নেই কোন সামাজিক সচেতনতা।
তেমন এক মারাত্মক পরিবেশ বাঘায়। বাঘা বিখ্যাত বাঘা মাজার কেন্দ্রীক। এ-ই মাজারে প্রতি শুক্রবার জুম্মার দিন দূর দূরান্তে থেকে নানা পেশার মানুষের আনাগোনা।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাঘাতে মানুষ নানা রকম মানত করতে আসে এতে মাজার প্রান্তে জমা হয় কয়েক শো যানবাহন।
বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন কেউ যদি করোনা আক্রান্ত হয় তাহলে বাঘা বাসীর চিন্তাভাবনা বাড়ছে। এ-ই দিকে বাঘার সাধারণ মানুষের কোন চিন্তাভাবনা নেই করোনা ভাইরাস নিয়ে। তাদের মধ্যে নেই কোন সামাজিক সচেতনতা, মুখে মাস্ক নেই,যেখানে সেখানে ভীড় জমায়, চা আড্ডা দিতে ব্যস্ত নানা পেশার মানুষ।
গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ১৯৫ জন করোনা রুগী সনাক্তকরণ করা হয়েছে এ-ই নিয়ে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাড়ালো ১১৫৯২ জন।
- গত, ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা ০৪ জন,মোট মৃত্যু ১০৭ জন
- সুস্থ ৮৫ জন, মোট ৮০৭৪
- চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৩৪১১ জন।
এ-র মধ্যে বাঘায় গত ২৪ ঘন্টার মধ্যে কোন করোনা রুগী সনাক্তকরণ না হলেও বর্তমানে বাঘায় মোট আক্রান্ত সংখ্যা ২২৪ জন, মৃত্যু ৩ জন, সুস্থ ১৯০ জন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৩১ জন।
সুত্র: জেলা সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, রাজশাহী।