23 C
Dhaka
Wednesday, March 22, 2023

রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রোববার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবেন।

এদিকে ওয়েবসাইটে প্রকাশিত রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ১৩-১৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে বিষয় নির্বাচন করতে হবে।

একই সঙ্গে বিভিন্ন কোটায় আবেদনকারী যারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেয়েছেন, তাদেরও ১৩-১৬ অক্টোবর পর্যন্ত বিষয় নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ে ফরম পূরণ না করলে ভর্তি যোগ্যতা বাতিল করা হবে বলে উল্লেখ করা হয়।

এদিকে ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২৮ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে।

আর সঙ্গীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫, ২৬ ও ২৭ অক্টোবর।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো