34 C
Dhaka
Tuesday, June 6, 2023

রূপসায় উপজেলায় কয়লা ভর্তি ট্রাক চাপায় এনজিও কর্মকর্তা নিহত

সাগর কুমার বাড়ই, খুলনা প্রতিনিধি : খুলনা জেলার রূপসা উপজেলায় কয়লা ভর্তি ট্রাকের চাপায় ফিরোজ আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ফিরোজ আহমেদ যশোর ঝিকরগাছা এলাকায় শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে। তিনি আর আর এফ এনজি’র রূপসার উপজেলার  কাজদিয়া শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন । 

পুলিশ ও স্থানীয়দের সুত্রে  জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কয়লা ভর্তি ট্রাক খুলনা থেকে রূপসায় যাবার পথে আলাইপুর ব্রীজ পার হয়ে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার ইট ভাটায় যাচ্ছিল।

পথিমধ্যে এনজিও কর্মকর্তা ট্রাকের পাশ দিয়ে সামনে যাবার সময় ট্রাকের পিছনে মোটরসাইকেলের হেন্ডেল বেঁধে এ ঘটনা ঘটে।পরে ট্রাকের চাকার নিচে পিষ্ঠ হয়ে  ঘটনা স্থলেই নিহত হন তিনি। ঘাতক ট্রাকটির নং (খুলনা মেট্রো ট ১১-০৪২৩) কে আটক করেছে পুলিশ।

গত ১০ এপ্রিল ফিরোজ আহমেদ আর আর এফ এনজিও তে যোগদান করেন বলে কাজদিয়া শাখা ম্যানেজার আব্দুল ওহাব জানান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে   ময়না তদন্তের জন‍্য ।এ সময় ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো