রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের বাংলাদেশে প্রত্যাবাসন নিয়ে ১৯ জানুয়ারি ত্রিপক্ষীয় ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করে চীন, মায়ানমার এবং বাংলাদেশ। ত্রিপক্ষীয় ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন চীনের উপরাষ্ট্রমন্ত্রী লুও জাওহুই।
বন্ধুত্বপূর্ণ, স্বচ্ছ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকটি। ত্রিপক্ষীয় রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের অগ্রগতির পর্যালোচনা ও সংক্ষিপ্তসারে তারা জানিয়েছেন,রোহিঙ্গা প্রত্যাবাসন নিতে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
প্রত্যাবাসনকে উত্সাহ দেওয়ার ক্ষেত্রে চীনের গঠনমূলক ভূমিকার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছে মিয়ানমার ও বাংলাদেশ এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ ও পরামর্শকে শক্তিশালীকরণ, নমনীয়তা প্রদর্শন, প্রত্যাবাসনের প্রাথমিক নিষ্পত্তির বিষয়ে ব্রিজের পার্থক্য প্রদর্শন এবং কাজ করার বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে তারা।
ত্রিপক্ষীয় ভিডিও কনফারেন্সে মিয়ানমারের পক্ষ থেকে ছিলেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী ইউ হা হা দো সান এবং বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
সূত্র:- ইত্তেফাক