37 C
Dhaka
Wednesday, June 7, 2023

লক্ষ্মীপাশায় টেলিকমের দোকানে দুর্ধর্ষ চুরি

নড়াইলের লোহাগড়া শহরের প্রানকেন্দ্র লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের একটি টেলিকমের দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাত চোরেরা ওই দোকান থেকে একটি কম্পিউটার, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকানী সাইফুল ইসলাম বৃহস্পতিবার সকালে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মোল্যা টেলিকমের মালিক সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় তিনি গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। বৃহস্পতিবার সকালে তিনি দোকান খুলে দেখতে পান দোকানের নিচের কাঠের পাটাতন কৌশলে খুলে অজ্ঞাত চোরেরা দোকানের ভিতরে প্রবেশ করে একটি কম্পিউটার পিসি, স্যমসাং মনিটর, নগদ ১৮,০০০ টাকা, বিভিন্ন কোম্পানির ৫ টি মোবাইল সেট, বিভিন্ন কোম্পানির রিচার্জ কার্ড, হেডফোন, ব্যাটারী, চার্জার, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, পেইনড্রাইভ, স্পীকারসহ মোবাইল ও কম্পিউটারের বিভিন্ন মালামালসহ প্রায় এক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকানী সাইফুল ইসলাম বৃহস্পতিবার সকালে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লোহাগড়া থানার ইন্সপেক্টর(তদন্ত) হরিদাস রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো