32 C
Dhaka
Tuesday, June 6, 2023

লালমনিরহাটে আর দেখা মেলে না গরুর গাড়ির! এখন যান্ত্রিকতার যুগ

মোঃ হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট সংবাদদাতা:- লালমনিরহাট জেলায় বলার মতো কেহনাই ওকি গাড়িয়াল ভাই, কতই রব আমি পন্থের দিকে চায়ারে।একসময় এই গান গেয়ে গাড়ির যাত্রিদের মনোরঞ্জন করতো গরুর গাড়ির চলকরা।খুব বেশী আগের কথা নয়।দুই বা তিন যুগ আগেও গ্রামাঞ্চলের রাস্তায় দেখা মিলতো সাড়ি সাড়ি গরুর গাড়ির।গ্রামের মানুষের যাতায়াত,মালামাল বহন ইত্যাদির জন্য গরুর গাড়িই ছিলো প্রধান বাহন।বিয়ের সময় বর কনের বাড়িতে যাতায়াতের একমাত্র বাহন ছিলো। গ্রামের আঁকাবাকা পথে এই গরুর গাড়িতে করেই নাইওর যেত বধুরা।আজ পথের দিকে চেয়ে থাকলেও দেখা মেলা দায় সেই গরুর গাড়ির।

এখন আর সে দৃশ্য চোখে পড়েনা।যান্ত্রিকতার এই যুগে বদলে গেছে যেনো সবকিছু।আধুনিকতার ছোয়ায় বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী সেই গরুর গাড়ী ও গাড়ী চালকের সেই গান ওকি গাড়িয়াল ভাই,কতই রব আমি পন্থের দিকে চায়ারে।লালমনিরহাট শহর অঞ্চলতো দুরের কথা গ্রামের এখন কার ছেলেমেয়েরা গরুর গাড়ি দেখে নাই।

বাংলাদেশের উত্তরাঞ্চলের একসময়ের প্রধান বাহন এখন বিলুপ্ত প্রায়।হয়তো হঠাৎ কোনদিন চোখে পরে পুরোনো ঐতিয্যের এই গরুর গাড়ি।তবে আগের মত নেই সড়কে গাড়ির চাকার সেই দাগ।এখন সে সবই হয়ে যাবে ইতিহাস।আর হয়তো কেউ গরুর গাড়িতে বসে গাইবেনা, ওকি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই চিলমারীর পথে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো