25 C
Dhaka
Sunday, May 28, 2023

লালমনিহাটে ৫৫গাঁজা সহ ড্রাইভার ও সহকারী ড্রাইভার গ্রেফতার।

মো হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের ডিবি বিশেষ অভিযান চালিয়ে ভোটমারী এলাকায় হতে ময়মনসিংহগামী কর্ণণফুলী স্পেশাল নামক রিজার্ভ বাস থেকে ৫৫কেজি গাঁজা উদ্ধারসহ ২জন কে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ।

লালমনিরহাট ডিবি অফিসার  ইনচার্জ (ওসি)ওমর ফারুক, এর নেতৃত্বে এসআই মাহমুদুল হাসান, এস আই আশদুল, ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের ভোটমারী এলাকায় হইতে ৫৫কেজি গাঁজা কর্ণফুলী বাস উদ্ধার সহ হাফিজুর রহমান(৩৩)ড্রাইভার, ও নুরনবী ইসলাম(২৭)সহকাারী ড্রাইভার, নামের ২জন কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী হলো হাফিজুর রহমান(৩৩), লালমনিরহাট জেলা ও থানার মহেন্দ্রনগর ইউনিয়নের পশ্চিম ঢাকনাই গ্রামের। নুরনবী ইসলাম(২৭) লালমনিরহাটজেলাওথানারবালাটারীগ্রামের।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়মামলা নং৭ ধারা২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬() এর ১৯ ()৩৮/৪১রুজু করা হয়।লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি)ওমর ফারুক,জানান গোপন সংবাদের ভিত্তিতে ৫৫কেজি গাঁজা সহ ২জনকে গ্রেফতার করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো