লড়াইলের লোহাগড়ার শালনগর ইউনিয়ানের চাকশী নওখোলা গ্রামের ভাঙ্গা টিনের ঘরে বসবাস করা অসহায় বিধবা রত্না বেগম ও তার ৪ মেয়ে সন্তানদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন শালনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লাবু মিয়া ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ রাজা মিয়া (দুলাল) এবং ওই ইউনিয়নের সচিব মাসুদুর রহমান (বুলু)
অসহায় বিধবা রত্না বেগমের জন্য ১টি বসত ঘর ও ১টি রান্না ঘর তৈরি করে দিতে পাশে দাঁড়ালেন আমিন টেলিভিশন, দূর্বার বাংলাদেশ ফাউন্ডেশন ও চেয়ারম্যান লাবু মিয়া। প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে ১টি বসত ঘর ও ১ টি রান্না ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি সহ প্রস্তুতি নিয়েছেন।
এবং সরেজমিনে গিয়ে রত্না বেগমের বসঘর টি পরিদর্শন করেন চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন সচিব, ও ২ জন উদ্যোক্তা লিয়ন ও দুর্বার বাংলাদেশ ফাউন্ডেশনের কতৃপক্ষ। সহযোগিতায় আছেন, সাংবাদিক রইচ উদ্দিন টিপু, মনির খান, আজিজুর বিশ্বাস ও দীন ইসলাম। এবং অল্প সময়ের মধ্যে রত্না বেগমের বসত ঘর ও রান্না ঘর টি তৈরি হবে বলে জানান উদ্যোক্তাগণ।
রত্না বেগমের ৪ টি মেয়ে: ১/ রাবেয়া খানম (১৩) ২/বর্ষা খানম (০৯) ৩/ অনিতা খানম (০৫) ৪/ সিনহা খানম (০৩) রত্না বেগম এই ৪টি মেয়ে নিয়ে অসহায় অবস্থায় ভাংগা কুঁড়ে ঘরে খেয়ে না খেয়ে দিন কাটাতেন।
রত্না বেগম বলেন আমাদের ওয়ার্ডের , মেম্বার রাজা মিয়া দুলাল আমার ও আমার ৪ টি মেয়ের খাবার থেকে শুরু করে সমস্ত কিছুই দিয়ে আসছেন ।
রত্না বেগম কান্নাবিজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, আমার ও আমার ৪ টি মেয়ের জন্য যাহারা সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছেন তাদের সৃষ্টিকর্তা ভাল রাখুক।